পৌষের শীতে কাপছে মাগুরা

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

পৌষের শীতে কাপছে মাগুরা।সাথে তাল মিলিয়ে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিন ভোর থেকে শুরু হয় ঘনকুয়াশা ও ঠাণ্ডা। কনকনে ঠাণ্ডায় জনজীবনে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দিনভর রোদ থাকলেও তেমন উষ্ণতা অনুভব হয় না। আর এরকম ঠাণ্ডা জানান দিচ্ছে পৌষের দাপট। দুপুর গড়িয়ে বিকেল হলে আবারো ঠান্ডার প্রকোপ বাড়তেই থাকে। রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হয়। তবে শীতের ঠান্ডায় শিশুরা ও বৃৃদ্ধরা পড়েছেন চরম বিপাকে। এসব মানুষের কষ্ট বেড়েছে। এছাড়াও ঠান্ডার প্রকোপ বাড়ায় জেলার জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া ও শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে যাদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

অন্যদিকে, শীত বাড়ার সাথে সাথে জেলায় শীতার্ত মানুষের সংখ্যা  ক্রমেই বাড়ছে। সরকারি ও বেসরকারি পর্যায়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এসব মানুষকে শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার দাবি এলাকার মানুষের।

 

Leave a Reply

Your email address will not be published.