মাগুরায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি,গ্রেফতার ৮

মহম্মদপুর

 

মাগুরা সংবাদ:

মাগুরায় ডিবির পুলিশ পরিচয় ডাকাতির অভিযোগে ০৮ জনকে গ্রেফতার করেছে মহম্মদপুর থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ডাকাতির নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। গত ১৬ইজুন দিবাগত রাতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা প্রল্লাদ মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন -রাজা,আজিজুল, জালাল,আবু তালেব, জুয়েল, আলামিন, সৌরভ ও দেলোয়ার। এরা সবাই মাগুরা জেলার বাসিন্দা।

মঙ্গলবার দুপুর তিনটায় অফিসার ইনচার্জ বোরহানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ভুক্তভোগী প্রল্লাদ মণ্ডল জানান, ১৬ই জুন দিবাগত রাতে ১০-১২ জন ডিবি পুলিশ পরিচযয়ে আমার বাড়ির ভিতরে প্রবেশ করে। এ সময় আমার পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় গত ১৭ই জুন মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করি।

সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, ডাকাতি সংঘঠিত হবার পর পরই মাগুরা জেলার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজার নির্দেশনায় একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিম রাত-দিন নিরলস পরিশ্রম করে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published.