এসিআই থেকে সংবর্ধনা পেলেন মহম্মদপুরের জাহিদুল ইসলাম জাহাঙ্গীর

মহম্মদপুর

মাগুরা সংবাদ:

এসিআই থেকে সংবর্ধনা পেলেন মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাসিন্দা মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।সোমবার(৯ জানুয়ারি) ঝিনাইদহ জেলার তামান্না পার্কে এই সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে এসিআই । মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, জেলার মধ্যে কৃত্রিম প্রজননের উপর বিশেষ অবদান রাখার জন্য জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে এই সংবর্ধনা দেওয়া হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদের সাবেক মহাপরিচালক ডক্টর হীরেশ চন্দ্র ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোজাফফর হোসেন চিপ ডাইরেক্টর এসিআই।মোঃজাহিদুল ইসলাম জাহাঙ্গীর মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ধোয়াইল গ্রামের মোঃ আবুল কালাম মোল্লার ছেলে।বর্তমানে ৫০০ ধরনেরও বেশি ওষুধ বাজারজাত করেছে এসিআই ফার্মাসিউটিক্যালস। এটিই বাংলাদেশের ওষুধ খাতে প্রথম আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান। দেশের ওষুধের চাহিদা মেটানোর পর শ্রীলঙ্কা, ইয়েমেন, মিয়ানমার, ভিয়েতনামসহ প্রায় ৩৫টি দেশে রফতানি করছে। পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে বাজার তৈরির চেষ্টা চলছে।কৃষিপ্রধান দেশের কৃষকের চাষাবাদ প্রক্রিয়া আরও সহজ করে তোলার জন্য এসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শস্য সুরক্ষায় কীটনাশক তৈরি, উন্নতমানের সার উৎপাদন ও বিভিন্ন কৃষি মেশিনারি সরবরাহ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি পশুস্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন ও ওষুধও বাজারজাত করছে। ২০০৮ সালে উন্নতমানের বীজ সরবরাহের স্বপ্ন নিয়ে এসিআই এ ব্যবসায় আসে।

Leave a Reply

Your email address will not be published.