বাস-ট্রাক সংঘর্ষে মাগুরার নুর ইসলাম সহ ২ জনের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ

মাগুরা সংবাদঃ

ঢাকা-খুলনা মহাসড়কের পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক মাগুরা জেলার সাতানী গ্রামের রওশন আলীর ছেলে ইসলাম (৩০) এবং একই ট্রাকের হেলপার একই গ্রামের মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে ইসলাম বিশ্বাস।
শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, শনিবার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সাথে মাগুরাগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত এবং আরো দু’জন আহত হন। তারা আহত দু’জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মাগুরা সদরের বাসিন্দা নওশেরের ছেলে।
এ দিকে দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকায় ঈদের ছুটিতে ঘরেফেরা মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.