মাগুরায় গ্রামে গ্রামে ঈদ আনন্দের ছোয়া

মাগুরা সদর

মাগুরা সংবাদ:

মতিন রহমান:

ঈদ মানে আনন্দ ঈদ মানেই মন ভরা হাসিখুশি। এক মাস সীয়াম সাধনার পরই আসে পবিত্র ঈদুল ফিতর। সেই হিসেবে ঈদ এখন মুসলিম জাতির দোড়গোড়ায় এসে গেছে।

তাই ঈদের খুশির এখন প্রতিটি মানুষের চোঁখে মুখে বইতে শুরু করেছে। নানা রকম পোশাক, মেেহদীর রং, সেমাই চিনির কেনাকাটা প্রায় শেষের দিকে চলে এসেছে।

গ্রামের মানুষগুলো জীবিকার তাগিদে শহরের বুকে ছুটে যাওয়ার পর ঈদের ছুটিতে এরই মধ্যে বাড়ীতে আসতে শুরু করেছে। এ বছর
সরকারিভাবে ছুটির দেখা একটু আগেভাগেই মিলছে। ফলে জীবিকার তাগিদে ঘরছাড়া মানুষগুলোর পরিচিত মুখ গ্রামে এসে চোঁখে পড়ছে।

এদিকে ঈদুল ফিতরকে ঘিরে গ্রামের প্রতিটি মুসলিম পরিবারের বাড়ীর আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যাস্ত সময় পার করছেন পরিবারের সদস্যরা। বাড়ির এলোমেলো ও অগোছালো অবস্থায় ফিরে পাচ্ছে নতুনত্বের ছোঁয়া।

ধনী ও বিত্তশালীদের বাড়ীতে ফিতরা বা যাকাতের জন্য দরিদ্র মানুষগুলোর আনাগোনাও চোঁখে পড়ছে।

মাগুরা জেলার চার উপজেলাতে যাকাত পাওয়ার উপযোগী দরিদ্র মানুষের সাথে কথা বলে জানা গেছে, সবার সাথে ঈদের আনন্দ ঈদ হাসিখুশিতে তারাও মিলিত হতে চাই। আর এজন্য ফিতরা বা যাকাতের অর্থ সঠিকভাবে পরিশোধ করলে এবং তাদের প্রতি একটু সহানুভূতিশীল হলে সবার সাথে সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published.