মহম্মদপুরে বিনোদপুর পিয়াদা পাড়ার মেইন রাস্তার কোনো অভিভাবক নেই!

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

 

রাস্তার আবার অভিভাবক হয় কি করে? পাঠক নিশ্চয় এমনটাই ভাবছেন। কিন্তু বক্তার এই উক্তির মধ্যেই রয়েছে একরাশ ঘৃণা, ক্ষোভ আর যন্ত্রণার বহি:প্রকাশ।

প্রতিনিয়ত চোখের সামনে বিভিন্ন দুর্ঘটনা দেখা, বৃষ্টির দিনে কাদা পানিতে একাকার আর শুকানোর সময় ধুলোর ঝড়। এমন দৃশ্য যদি মাসের পর মাস দেখতে হয় তাহলে ভুক্তভোগী হিসেব ক্ষোভ প্রকাশ করে একথা তিনি বলতেই পারেন।

তবে অনেকেই আবার কর্তাব্যক্তিদের ভয়ে মুখ খুলতে রাজি নন। ‘কী বলতে কি বলে ফেলবো! আবার কোন ঝামেলায় জড়িয়ে যেতে হয় কে জানে!’—এমন মনোভাব শান্তিপ্রিয় অনেকর। তারা তাই সাবধানী।

স্থানীয়রা মাগুরা সংবাদকে ক্ষোভ প্রকাশ করে বলেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর পিয়াদা পাড়ার মেইন রাস্তার এমন করুণ দশা অনেক দিন ধরে চলছে। আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। নিজের যেমন কষ্ট তেমনি যানবাহন ও  ঘন ঘন নষ্ট হয়। তাই বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানান এলাকাবাসী।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.