মাগুরা-যশোর সড়কে সড়ক দুর্ঘটনায় যুবলীগের সভাপতি নিহত

বাংলাদেশ রাজনীতি

 

মাগুরা সংবাদ :

যশোরে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জাহিদ হাসান নিহত  হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ভাইঝি নাওমী (১১)। নাওমীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। নিহত জাহিদ হাসান সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। রবিবার দুপুরে মাগুরা-যশোর সড়কের বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হাসানের চাচাতো ভাই বাবুল হাসান জানান, জাহিদের বাবা অসুস্থ অবস্থায় যশোর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি রয়েছেন। বাবাকে দেখে দুপুর একটার দিকে ভাইঝি নাওমীকে নিয়ে একটি মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন জাহিদ। প্রত্যক্ষদর্শী বাহাদুরপুর এলাকার সালাহউদ্দিন মিঠু বলেন, মাগুরা-যশোর সড়কের বাহাদুরপুর পেট্রোল পাম্পের কাছে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার জাহিদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে জাহিদ ও নাওমী পড়ে যান। পরে প্রাইভেটকারের পেছনে থাকা একটি মাইক্রো তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা জাহিদকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান জাহিদ। নাওমীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, জাহিদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগেও দায়িত্ব পালন করতেন।

Leave a Reply

Your email address will not be published.