আগামী ১২ জানুয়ারি মহম্মদপুরে জামাই মেলা নামে পরিচিত বড়রিয়ার প্রাচীন ঐতিবাহী মেলা

মহম্মদপুর

মাগুরা সংবাদ:

আগামী ১২ জানুয়ারি সকাল থেকে শুরু হবে মাগুরার মহম্মদপুরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা। প্রায় ১০০ বছর ধরে পৌষ মাসের ২৮ তারিখে এ মেলা বসে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ চলছে।
বড়রিয়া গ্রামের স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, একশ বছরেরও বেশি সময় আগে বড়রিয়া গ্রামের সানু সর্দারের ঘোড়া দেশের বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো। তার ঘোড়ার নাম সর্বত্র ছড়িয়ে পড়ে। বাংলা ২৮ পৌষ মাগুরা সদরের বাহরবা মেলায় তার ঘোড়া প্রতিযোগিতায় প্রথম হলেও পক্ষপাতিত্ব করে হারিয়ে দেওয়া হয়। ক্ষোভে তিনি নিজ গ্রামে একই দিনে ঘৌড়দৌড় মেলার আয়োজনের ঘোষণা দেন। সেই থেকে এই গ্রামে প্রতি বছর ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।স্থানীয়রা এই মেলাকে জামাই মেলাও বলে থাকেন।

Leave a Reply

Your email address will not be published.