প্রিয় মাগুরাবাসী ঈদে বাড়ি ফেরার আনন্দময় যুদ্ধে আপনারা:সাবধানে ফিরুন প্রিয়জনের কাছে

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

ঈদে বাড়ি ফেরার আনন্দময় যুদ্ধ ঈদের আগ মুহূর্তে বাড়ি যাওয়ার এই দৃশ্য চিরচেনা। বাড়ি ফেরা নয় যেনো এক যুদ্ধে অবতীর্ণ হওয়া।কিন্তু বাড়ি কোনটি? কোনখানে ফেরা?ঈদে ‘বাড়ি ফেরা’ প্রতিবছর এক মানবিক বিপর্যয়ের জন্ম দেয়, অন্তহীন দুর্ভোগের সঙ্গে অকালে কিছু প্রাণের হারিয়ে যাওয়ার সংবাদ নৈমত্তিক ঘটনা।তাই সাবধানে ফিরুন প্রিয়জনের কাছে।সংবাদের শিরোনাম যাতে আমাদের না হতে হয়।নাড়ির টানে প্রিয় গ্রামে ঈদের আনন্দ করতে গিয়ে অসাবধানতায় আমদের বাড়ি ফেরার ঠিকানাটা যেন না পাল্টে যায় ।

ঈদ মানেই ঘরে ফেরার তাড়া। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সবাই এখন ঘরমুখো হচ্ছে। ঘরে ফিরতে ব্যস্ততা এবং আনন্দের পাশাপাশি সতর্কতাও জরুরী। তাই খেয়াল রাখতে হবে কিছু বিষয়ে।

  • লাগেজে প্রয়োজনীয় জিনিসপত্র ভালোভাবে গুছিয়ে নিন। বার বার চেক করুন কিছু যেন বাদ না পড়ে।
  • প্রয়োজনীয় জিনিসের তালিকায় এক নম্বরে রাখা দরকার প্রয়োজনীয় ঔষধ। যাদের হার্টের অসুখ, প্রেসার বা ডায়াবেটিস আছে তারা অবশ্যই ঔষধের তালিকা ধরে তা গুছিয়ে নিবেন।
  • ব্যাগে মোবাইল ফোন, চার্জার, নগদ কিছু টাকা নিয়ে নিন। কিছু শুকনা খাবারও রাখুন সাথে। শিশু এবং যারা ডায়াবেটিস রোগী তাদের জন্য শুকনা খাবারগুলো সাথে নেয়া খুব দরকার।
  • ঈদের পরে আপনার যদি বিশেষ কোনো অনুষ্ঠান যেমন: বিয়ে বা জন্মদিনের দাওয়াত এসবের কোনো প্ল্যান থাকে তবে সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য যেসব দরকার তা ঠিকঠাক মতো নিয়েছেন কিনা দেখে নিন।
  • বাড়ি ফেরার তাড়ায় রাস্তাঘাটে একদমই তাড়াহুড়া করবেন না। ভালোভাবে দেখে রাস্তা পার হবেন। যানবাহনে কোনো জিনিস ফেলে যাচ্ছেন কিনা তা ভালোভাবে খেয়াল করুন।
  • বাসে চলার সময় হাত জানালা দিয়ে বের করবেন না। লঞ্চে যাতায়াতে লঞ্চঘাটে সাবধানে চলাচল করবেন। ট্রেনে, লঞ্চে বা গাড়িতে ঝুঁকিপূর্ণভাবে ঝুলে যাবেন না।
  • বাড়ি ফেরার সময় রাস্তায় অপরিচিত লোকের দেয়া কিছু খাবেন না।

Leave a Reply

Your email address will not be published.