মাগুরায় শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১২ দফা দাবিতে মানববন্ধন

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

শ্রম আইন বাস্তবায়ন, সঠিক সময়ে বেতন-বোনাস, ৮ ঘণ্টা কর্মসময় নির্ধারণ, নিয়োগ পত্র প্রদান ও প্রাপ্য ছুটিসহ ১২ দফা দাবিতে মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন।

আজ শনিবার দুপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাগুরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে মাগুরা হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন।

দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিস শ্রমিক ফেডারেশন, মাগুরা জেলা শাখা আয়োজিত এ কর্মসূচিতে জেলার অন্তত ৫০টি হোটেল রেস্টুরেন্টের কর্মচারিরা অংশ নেয়।

 

সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা শাখার সভাপতি প্রলয় মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক দেব কুমার, সাংগঠনিক সম্পাদক সাধন বসু প্রমুখ।

বক্তারা অবিলন্বে শ্রমিক ছাঁটাই বন্ধ করে শ্রমিকদের ১২ দফা দাবি মেনে নিতে হোটেল মালিকদের প্রতি আহবান জানান। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তারা।

Leave a Reply

Your email address will not be published.