শালিখায় ৪ দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠান

শালিখা

মাগুরা সংবাদঃ

দেশ ও জাতির লীলা কল্যাণ কামনায় মাগুরার শালিখা উপজেলার তালখড়ী শ্রীশ্রী লোকনাথ আশ্রমে ৪ দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্ত্তন ও অষ্টকালীন নামযজ্ঞাঅনুষ্ঠান শুরু হয়েছে৷ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে৷ আজ শুক্রবার মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হবে বলে জানা যায়। শালিখা উপজেলার হাজারো হিন্দুভক্ত বৃন্দ এতে যোগ দেন। হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শ্রবন করেন৷ উৎসব উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অষ্টকালীন লিলা কীর্ত্তন, নামযজ্ঞা অনুষ্ঠান ও আলোচনায় উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের সভাপতি শংকর ভট্রাচার্য্য,সাধারণ সম্পাদক উপানন্দ মন্ডল, সহসভাপতি গোপাল ব্যানার্জী, অধ্যক্ষ শ্রীল শচীনন্দন দাস বাবাজী(সাধন)৷ অষ্টকালীন লীলা কীর্ত্তন ও নামযজ্ঞা অনুষ্ঠানের সহসভাপতি গোপাল ব্যানার্জী জানান দীর্ঘকাল যাবৎ শ্রী শ্রী লোকনাথ আশ্রমে মহা অষ্টকালীন সং কীর্ত্তন ও নামযজ্ঞা অনুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়ে চলেছে৷ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হিন্দু ভক্তবৃন্দ এখানে এসে ভীড় জমান৷ প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামের সাথে উক্ত অনুষ্ঠান উদযাপন হচ্ছে৷ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পালন হচ্ছে৷ ভক্তবৃন্দ আশ্রমের উন্নয়নের জন্য বিপুল পরিমানে দান করে থাকেন৷ আমি আসা করি এবছরও আশ্রমের উন্নয়নের জন্য ব্যাপক হারে দান করবেন৷

Leave a Reply

Your email address will not be published.