শালিখায় বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে কর্মসূচি

শালিখা

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

মাগুরার শালিখায় দুই দিন ব্যাপি কাজী,ঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ওশিক্ষকদের নিয়ে বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোন করা হয়েছে। দিন ব্যাপি প্রশিক্ষণের প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক খন্দকার আজিম উদ্দিন আহমেদ প্রশিক্ষণ উদ্বোধন করেন। উপজেলা পরিষদের আয়োজনে ও জাপান ইন্টারন্যাশনাল কো,অপারেশন এজেন্সি(জাইকা) অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, আমি আপনাদের কাছে আশা রাখবো বাল্যবিবাহ সম্পর্কে এই প্রশিক্ষণ থেকে আপনারা শিক্ষা গ্রহন করবেন এবং দেশ ও সমাজের কল্যাণে তা প্রয়োগ করবেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জুহুরা, ডাঃ সুপর্ণা আহমেদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, শালিখা থানা ওসি তদন্ত তৌফিক আজম,চেয়ারম্যান বিমলেন্দু শিকদার,ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস,মহিলা ভাইস চেয়ারম্যান তহমিনা আক্তার,চেয়ারম্যান আরজ আলী বিশ্বাস, বক্তিয়ার উদ্দিন লস্কর,জেলা পরিষদের সদস্য নীভা রানী বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুজ্জামান চাঁদ, প্রধান শিক্ষক কবি স্বপন বিশ্বাস, অধ্যক্ষ মোঃ নওয়াব আলী, সাংবাদিক জিআরএম তারিক। এ ছাড়াও উপজেলার ৭টি ইউনিয়নের কাজী,ঈমাম,পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,ও মোঃ মোশারফ হোসেন খাঁন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর।

 

Leave a Reply

Your email address will not be published.