শালিখায় কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি চলছে

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ

সরকারি দপ্তরে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে মাগুরার শালিখায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সদস্যরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে৷ ২০ জানুয়ারি সোমবার সকাল থেকে শুরু হয়েছে এ কর্মবিরতি, আগামী ২৭ ফ্রেব্রুয়ারী এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানা যায়৷ শালিখা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করছেন তাঁরা। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কর্মরত শালিখার মোঃ গোলাম কবির প্রধান সহকারি কাম-হিসাব রক্ষক,মোঃ আলমগীর কবীর ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী, দুধিষ্ঠি বিশ্বাস সার্টিফিকেট সহকারী,সাগরিকা বিশ্বাস সার্টিফিকেট পেশকার উপস্থিত ছিলেন। কর্মবিরতি পালনকালে বক্তারা বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি ও বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয় কর্মচারী সমিতি কেন্দ্রিয় কমিটির ঘোষণা অনুযায়ী কর্মরত কর্মচারীদের পরিবর্তন দীর্ঘদিন ধরে দাবি করে আসছি । এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে৷ যেত দিন না আমাদের দাবি মেনে নিয়ে পদ পদবীর পদউন্নতি হচ্ছে, ততদিন কেন্দ্রিয় ঘোষিত অনুযায়ী কর্মসূচি অব্যাহত থাকবে৷ চলমান এই কর্মসূচির মধ্যে ২০-২১ জানুয়ারি সকাল ৯ টা হতে ১১ টা পর্যন্ত কর্মবিরতি, ২২-২৩ জানুয়ারি সকাল ৯ টা হতে বেলা ১২ পর্যন্ত কর্মবিরতি পালন,২৫-২৭ ফেব্রুয়ারী সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত৷

Leave a Reply

Your email address will not be published.