মাগুরায় পেঁপে চাষে কৃষকদের ভাগ্যবদল

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলায় পেঁপে চাষে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। পেঁপে চাষ করে এলাকার অনেক কৃষকেরই ভ্যাগের বদল হয়েছে। বাড়ির পাশের যে সব জমি আগে পরিতাক্ত  পড়ে থাকত সেই সব জমিতে পেঁপে চাষ করা সহ ফসলি জমিতেও চাষ করে কৃষকরা অন্য ফসলের থেকে বেশি লাভবান হওয়াই অনেকের সংসারে সচ্ছলতার মুখ দেখছেন। স্থানীয় চাষীদের এই অভূতপুর্ব সাফল্য দেখে বেকার যুবকরা ঝুকছে পেঁপে চাষে। আর এই চাষ করা পেঁপে স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। বিভিন্ন এলাকায় কৃষকরা পেঁপে চাষ করছে বর্তমানে কিছু কিছু এলাকায় বাণিজ্যিক ভিত্তিতে পেঁপে চাষ করা হচ্ছে। অনুকুল আবহাওয়া আর পেঁপে চাষের উপযোগী মাটির জন্য জেলার কৃষকরা এই চাষে ঝুকছে। এছাড়া এলাকার কৃষকদের দেখাদেখি অনেক স্থানীয় যুবকেরা এই চাষে অগ্রহ দেখাচ্ছে।  কৃষি বিভাগ থেকে জানা গেছে, পেঁপে গাছের বিভিন্ন রোগ যেমন-গাছের গোড়া পঁচা, পোঁকা বাহিত বিভিন্ন রোগ, ক্ষতিকারক ভাইরাস থেকে গাছকে মুক্ত রাখতে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। এ ছাড়া পেঁপে গাছের খাদ্যের অভাব মেটাতে বোরোন নামক অনুখাদ্য প্রয়োগ করতে কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। তাছাড়া পেঁপের পরাগায়নসহ ভালো ফলন পাওয়ার জন্য কৃষকদের বিঘাপ্রতি ২টি পুরুষ গাছ রাখার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.