মাগুরায় শিশু আদালতে মামলার সংখ্যা ২১২

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

আইনের সহিত সংঘাত জড়িত শিশু কর্তৃক সংঘটিত যে কোনো অপরাধের বিচার করিবার জন্য, প্রত্যেক জেলা সদরে শিশু-আদালত নামে এক বা একাধিক আদালত থাকে। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, শিশু আদালতে সবচেয়ে বেশি মামলা হয়েছে কুমিল্লা জেলায়। এখানে ৩৯৫টি নতুন মামলা এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দায়ের হয়েছে। এরপর যথাক্রমে সিরাজগঞ্জে ৫৩৯, মাগুরায় ২১২, গাইবান্ধায় ৩০৪টি মামলা হয়েছে। তবে চলতি বছরে জুন পর্যন্ত দেশের ১৪টি জেলার শিশু আদালতে নতুন কোনো মামলা হয়নি। জেলাগুলো হলো ফরিদপুর, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুষ্টিয়া, রংপুর, লালমনিরহাট, নাটোর, পাবনা, পঞ্চগড়, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোনা। এছাড়া এপ্রিল থেকে জুন পর্যন্ত আরও ১২টি জেলার শিশু আদালতেও কোনো নতুন মামলা হয়নি। জেলাগুলো হলো- যথাক্রমে মানিকগঞ্জ, পিরোজপুর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, রাজশাহী, নওগাঁ, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও ঠাকুরগাঁও। জানা যায়,অতিরিক্ত জেলা ও দায়রা জজরা শিশু আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তাদের নিজের আদালতের অতিরিক্ত দায়িত্ব হিসেবেই শিশু আদালতে দায়িত্ব পালন করতে হয়। এ কারণে শিশুদের মামলার বিচারে বিলম্ব হচ্ছে, যা খুবই ক্ষতিকারক। শিশুরা সামাজিকভাবে, অনুভূতির দিক থেকে বয়স্কদের থেকে আলাদা। তাই বিচারের ক্ষেত্রে শিশুদের মামলাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.