শালিখায় ঈদ-উল আজহার নামাজ অনুষ্ঠিত

শালিখা

মাগুরা সংবাদঃ

শহিদুজ্জামান চাঁদ,মাগুরাঃ

সারাদেশের ন্যায় মাগুরার শালিখায় মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ-উল-আজহার নামাজ অনুষ্ঠিত হয়। উপজেলা সদর আড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনিচুর রহমান মিল্টন মুন্সী প্রমুখ ৷ এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। নামাজ আদায় শেষে উপজেলা নির্বাহী অফিসার দেশ ও জাতির শান্তি কামনা করে কবর বাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া আদায় করেন। ঈদের নামাজ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাকাওয়াত হোসেন ৷ এদিকে সকাল ৭ টা ৪৫ মিনিটে শালিখা থানা প্রাঙ্গনে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেখানে শালিখা থানার ওসি তদন্ত মোঃ মামুন হোসেন বিশ্বাস,এসআই নাসির উদ্দিন সহ থানার প্রায় সকল পুলিশ সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অন্যদিকে দীঘি ঈদগাহ ময়দানে উপজেলার সব চেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে দেখা গেছে৷ এ ছাড়াও উপজেলার ধনেশ্বরগাতী,তালখড়ি,শতখালী,শালিখা,বুনাগাতী ও গঙ্গারামপুর ইউনিয়নের বিভিন্ন ঈদগাহ ময়দান, মসজিদ, মাদ্রাসা সহ স্কুল মাঠ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাত শেষে মুসল্লীরা নিজ নিজ এলাকায় পশু কোরবানি করতে দেখা গেছে৷ উল্লেখ্য ত্যাগের মহিমায় এই পবিত্র দিনে পশু কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করেন মুসলমানরা। এছাড়াও এই দিনে ঘরে ঘরে আনন্দের বন্যা বয়ে যায়। চারিদিকে শিশু কিশোরদের কলহলে মুখরিত হয়ে ওঠে৷ নতুন পোষাক পরে পবিত্র এই দিনে সকল হিংসা বিদ্দেশ, শত্রুতা ও ধনি গরীবের ভেদাভেদ ভুলে সকলেই এক সাথে ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে কুলাকুলি করেন ৷ ঘরে ঘরে ফিরনি,সেমাই,মন্ডা মিঠাই,বিরয়ানী,পলাও,মাছ মাংশ সহ বিভিন্ন ধরনের পিঠা তেরী হয় ৷

Leave a Reply

Your email address will not be published.