মাগুরা শহরে চলছে ইজি বাইক আতঙ্ক

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ  

মাগুরা শহরে চলছে ইজি বাইক আতঙ্ক। নিরীহ দর্শনের এই যানের ‘ভয়ে’ তটস্থ শহরবাসী। ইতমধ্যে ইজি বাইকের কারনে  প্রাণ গেছে অনেকের। যখন তখন আহত হচ্ছে পথচারীরা। এ নিয়ে শহরবাসীর মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে।

অধিকাংশ ইজি বাইকচালকের ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানা গেছে। নেই কোনো প্রশিক্ষণ। আশঙ্কার কথা হলো, ইজি বাইকচালকদের জন্য এখনো ড্রাইভিং লাইসেন্সের ব্যবস্থা চালু হয়নি। ফলে যে কেউ ইজি বাইক নিয়ে রাস্তায় নেমে পড়ছে। যাত্রী ওঠাতে-নামাতে যেখানে সেখানে ইজি বাইক থামাচ্ছে। কে কত যাত্রী ওঠাবে—এ নিয়ে করছে প্রতিযোগিতা। চারজনের জায়গায় তুলছে ছয় থেকে আটজনকে।আর এ জন্যই ঘটছে প্রায় অঘটন।

 

Leave a Reply

Your email address will not be published.