মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিপর্যয়ে মাগুরার জনজীবন অতিষ্ঠ

মাগুরা সদর
মাগুরা সংবাদঃ
মাগুরায় বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ বিপর্যয় দেখা দিয়েছে। দিন-রাত মিলিয়ে কয়েক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা। দুর্বিষহ গরমে সাধারণ মানুষ অস্থির হয়ে পড়ছেন। বিপর্যয় কাটিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে। গত কয়েকদিন তীব্র তাপদাহে ওষ্ঠাগত হয়ে উঠেছে জনজীবন। কিছুতেই কমছে না ভ্যাপসা গরম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভয়াবহ লোডশেডিং। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষ, অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, ছোট ছোট শিশু ও বয়োবৃদ্ধদের তীব্র তাপদাহে নাকাল হতে হচ্ছে। একদিকে দিনে প্রখর রোদ আর রাতে তীব্র গরম হাওয়ায় এলাকার হাসপাতালগুলোতে গরমে অসুস্থ হয়ে পড়া রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।
 

Leave a Reply

Your email address will not be published.