মাগুরা শ্রীপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুরা)প্রতিনিধি:

যথাযথ ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুক্রবার মাগুরার শ্রীপুরে পহেলা বৈশাখ উৎযাপিত হয়েছে। এ উপলক্ষে সকালে ৯ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয় । সেখানে আলোচনা সভা, সাপ খেলা, গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি তদন্ত লিটন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন খান, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published.