প্রশ্নপত্র ফাঁস,মাগুরার ৬ জনসহ তিন জেলায় আটক ২০

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ভুয়া প্রশ্নপত্র তৈরি ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে ছাত্রলীগ নেতাসহ তিন জেলায় অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মাগুরায় প্রশ্নপত্র ফাঁস ও ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের অভিযোগে এক ছাত্রলীগ নেতাসহ আটক করা হয়েছে ৬ জনকে। লক্ষ্মীপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য ও পরীক্ষার্থীসহ আটক করা হয়েছে ১৩ জনকে। আর চাঁপাইনবাবগঞ্জে ভুয়া প্রশ্নপত্রসহ আটক করা হয়েছে এক যুবককে।

শুক্রবার (২২ এপ্রিল) পরীক্ষা চলাকালীন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও এজি একাডেমি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার তারানা আফরোজ, মহম্মদপুরের সোহেল রানা ও একই উপজেলার ইসমত আরা ঝর্না। তাদের সহযোগিতাকারী হিসেবে আটক হন- মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম ফয়সাল রাব্বি, মাগুরা শহরের ইফতেখার ইসলাম এবং মহম্মদপুরের শাহানা বেগম।

Leave a Reply

Your email address will not be published.