মাগুরায় বসছে প্রি-পেইড মিটার:গ্রাহকরা ঘরে বসেই পরিশোধ করতে পারবেন বিদ্যুতের বিল

মাগুরা সদর

মাগুরা সংবনাদঃ

যশোরাঞ্চলে ইচ্ছামত অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দিন শেষ হতে চলেছে। অক্টোবর মাস থেকেই বসছে প্রি-পেইড মিটার। গ্রাহকরা ঘরে বসেই মোবাইলের মাধ্যমে তাদের বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন। যশোরসহ ৪ জেলার দেড় লক্ষাধিক গ্রাহক এ প্রকল্পের আওতায় আসছে। যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওজোপাডিকো যশোর সার্কেলের কর্মকর্তা ও কর্মচারীরা।
ওয়েস্টজোন পাওয়ার সাপ্লাই কোম্পানি লিমিটেড যশোর সার্কেল সূত্রে জানা যায়, খুলনা জোনের আওতাধীন যশোর, সাতক্ষীরা, মাগুরা ও নড়াইল জেলা নিয়ে এ সার্কেল গঠিত। বিদ্যুৎ বিভাগের দেশব্যাপী প্রি-পেইড মিটার সংযুক্তি প্রকল্পের আওতায় এ অঞ্চলে প্রথমেই খুলনা জেলাকে অন্তর্ভূক্তি করা হয়। খুলনা জেলায় এ কাজের ৮০ ভাগ সম্পন্ন হয়েছে। এরপর প্রি-পেইড মিটার বসানোর কাজে হাত দিয়েছে ওজোপাডিকো যশোর সার্কেল।

Leave a Reply

Your email address will not be published.