শালিখায় ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা রোপন ও বিতরণ

শালিখা

মাগুরা সংবাদ:

মাগুরার শালিখায় কৃষি ভুবন যশোরের বাস্তবায়নে ছয় শতাধিক ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টায় উপজেলার আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামে এ গাছের চারা রোপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো: বাতেন। এছাড়া দরিশলই গ্রামের প্রতিটা বাড়িতেই আমলকি, আমড়া, বাতাবিলেবু, জলপাই, থাই পেয়ারা, কামরাঙ্গা সহ নানাবিধ ভিটামিন সি সমৃদ্ধ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি দরিশলই গ্রামকে ভিটামিন-সি ভিলেজ হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও বাণিজ্যিক ভিত্তিতে রোপণ করা গাছের চারা রক্ষণাবেক্ষণের জন্য দরিশলই গ্রামের যুবকদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি ভবন এর উদ্যোক্তা ও শালিখা উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউ ডি এফ) ইবাদ আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, দরিশলই চারা রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি বিবেকানন্দ, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ রায় সহ দরিশলই কৃষি সমিতির বিভিন্ন সদস্যবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.