কারাগারে নারীর সঙ্গে আসামি:মাগুরার প্রাক্তন জেলার কাশিমপুরে নতুন জেলার

বাংলাদেশ

 

মাগুরা সংবাদ :

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-১ এর জেলার নুর মোহাম্মদ মৃধাকে প্রত্যাহারের পর তার স্থলে নতুন জেলার হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ চাকমা। মাগুরা জেলা কারাগারের জেলার হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন তিনি।

২৪ জানুয়ারি, রবিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রীতেশ চাকমাকে নতুন দায়িত্ব দিয়ে এই আদেশ দেওয়া হয়। এতে একই সঙ্গে প্রত্যাহার হওয়া জেলার নুর মোহাম্মদ মৃধাকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য যে, এক নারীর সঙ্গে কাশিমপুর কেন্দ্রিয় কারাগারে বন্দি হলমার্ক কেলেঙ্কারির এক আসামিকে সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ দেয়ার ঘটনা গত ২২ জানুয়ারি প্রকাশিত হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আলোড়ন তৈরি হয়। পরবর্তীতে এ ঘটনায় আগে দুই দফায় সিনিয়র জেল সুপার রত্না রায়সহ মোট পাঁচজনকে প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.