মাগুরায় লেবু চাষে দিন ফিরল কৃষকের

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরায় লেবু চাষে দিন ফিরতে শুরু করেছে কৃষকের।এ জেলার মাটি লেবু চাষের জন্য যথেষ্ট উপযুক্ত হওয়ার কারণে গত কয়েক বছর ধরেই এখানে বাড়ছে লেবুর চাষ। স্থানীয় চাষিরা মাগুরা সংবাদকে জানান, ‘লেবু চাষে পরিশ্রম কম আর লাভ মোটামুটি ভালো তাই অনেকে লেবু চাষ করছে। মাগুরায় চাষ হওয়া লেবু এখন ট্রাকে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। লেবুর দামও পাওয়া যাচ্ছে ভালো। পাইকারীভাবে ৮০ পিস লেবু ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বিক্রি করা হয় প্রতি হালি লেবু ২০ টাকা ।চলতি মৌসুমে মাগুরায় ২শ’ হেক্টর জমিতে কাগজী লেবু চাষ হয়েছে।

মাগুরা মাটি ও আবহাওয়া লেবু আবাদের জন্য উপোযোগি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ অঞ্চলে উৎপাদিত লেবু বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাষিরা জানান, লেবু বাগানের আয় দিয়েই তাদের সংসারের সব খরচ চলে। ভালোভাবেই চলছে তাদের সংসার, তারা প্রত্যেকেই হয়েছেন অর্থনৈতিকভাবে লাভবান। করেছেন উন্নত বাড়ি। রোপণের বছর বাদে প্রতি বছর একবার ডালপালা ছাটা, মাটি কোপানো, প্রতি ৩ মাসে একবার নিড়ানি ও ২ থেকে ৩ মাস অন্তর সেচ ও সামান্য জৈব সার দিতে হয়।

Leave a Reply

Your email address will not be published.