করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরা জেলা তথ্য অফিসের সচেতনতামূলক প্রচারণা

শালিখা

মাগুরা সংবাদ:

শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরা :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাগুরা জেলা তথ্য অফিস গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরা জেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে আসছে। মাগুরা শহর, পৌরসভা এলাকাসহ চারটি উপজেলার ছত্রিশটি ইউনিয়নের প্রায় সকল গ্রাম ও হাট-বাজারে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয় শুরু থেকেই লিফলেট বিতরণ, পোস্টার স্থাপন ও মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য ব্যাপক প্রচার প্রচারণা করছে। এছাড়া জেলা তথ্য অফিস করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্য সম্বলিত বারটি ডিসপ্লেবোর্ড মাগুরা শহর ও সকল উপজেলার গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে স্থাপন করেছে। মাগুরা শহরসহ প্রত্যন্ত গ্রামে গঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরেতে অবস্থান করা, গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণ বিজ্ঞপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করছে। এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে। জেলা তথ্য অফিস সূত্রে জানা যায় তাদের সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.