শালিখায় বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ সম্পন্ন

শালিখা

শালিখা(মাগুরা)প্রতিনিধিঃ

মাগুরার শালিখায় দুই দিন ব্যাপি কাজী,ঈমাম, পুরোহিত, জনপ্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে বাল্যবিবাহ,ইভটিজিং,নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণের দ্বীতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপি এই প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা পরিষদের আয়োজনে ও স্থানীয় সরকার বিভাগ জাপান ইন্টারন্যাশনাল কো,অপারেশন এজেন্সি(জাইকা) অর্থায়নে ও উপজেলা পরিচালক ও উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) এর সহায়তায় এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার সুমী মজুমদার। অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ শ্যামল কুমার দে, ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ উদ দৌল্লাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, আরজ আলী বিশ্বাস, সিরাজ উদ্দিন মন্ডল, বক্তিয়ার উদ্দিন লস্কর। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শহিদুজ্জামান চাঁদ, প্রধান শিক্ষক কবি স্বপন বিশ্বাস, প্রেসক্লাব শালিখার সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহসভাপতি জিআরএম তারিক। অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, মোঃ মোশারফ হোসেন খাঁন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর।

 

Leave a Reply

Your email address will not be published.