আম মুকুলের ঘ্রাণে সুরভিত মাগুরার আকাশ-বাতাস

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদ

মাগুরার গ্রামগঞ্জে বাতাসে সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। শীত শেষে প্রকৃতিতে এখন ফাগুন মাস, বসন্তকাল। আম গাছ এখন মুকুলে ভরা। তাই বাতাসে বইছে মুকুলের ঘ্রাণ।

জেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে, প্রায় সব গাছে এখন মুকুল। সোনারাঙা সেই মুকুল সুবাস ছড়িয়ে দিচ্ছে বাতাসে। কিছুদিনের মধ্যে প্রতিটি গাছ ভরে যাবে গুটি আমে।

মৌমাছি ব্যস্ত মধু সংগ্রহে। ফাগুনের ছোঁয়ায় পলাশ, শিমুল বনে লাল রঙের ছোঁয়া লেগেছে। রঙিন ফুলের সমারোহে প্রকৃতি যেন সেজেছে বর্ণিল সাজে।

মুকুলে পোকা-মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করতে ওষুধ স্প্রে করছেন সবাই।আম চাষিরা আশা করছেন আমের ভালো ফলন পাবেন।

মাগুরার কৃষি অধিদপ্তরের উপপরিচালক মাগুরা সংবাদকে জানান, জেলায় অনেক নতুন আমের বাগান তৈরি হয়েছে। এ বছর গাছে বেশি পরিমাণে মুকুল এসেছে। 

Leave a Reply

Your email address will not be published.