মাগুরা ভায়না মোড় এলাকায় ফুট ওভার ব্রীজ প্রয়োজন

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা শহরে পা ফেলার সাথে সাথে ভয়ে শংকিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ । মাগুরার প্রানকেন্দ্র ভায়না মোড়ে ফুট ওভার ব্রীজ প্রয়োজন হয়ে পড়েছে। এতে করে সড়ক দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। মাগুরায় উদ্যোগের অভাবে প্রতিনিয়ত সাধারণ মানুষ ব্যস্ততম রাস্তা পারাপার হচ্ছে ভয় আর শংকার মাঝে। শহরে ভোর থেকে গভীর রাত পযন্ত সাধারণ মানুষ জীবন জীবিকার জন্য ছুটে চলেন এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে। সময়ের পরিক্রমায় মাগুরায় উন্নয়নের ছোঁয়া পেলেও পায়নি পথচারী নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজ। এটা কি মাগুরার কর্ণধারদ্বয়ের অবহেলা নাকি ব্যর্থতা? এ প্রশ্ন সাধারন মানুষের। অনায়েসে সচেতন মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থায়ী বাসিন্দা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বসবাসকারী কর্মরত প্রতিটি মানুষের জন্য অতি জরুরী হয়ে পড়েছে ভায়না মোড়ে ফুটওভার ব্রিজটি। বিভিন্ন স্থানে উন্নয়ন মুলক কাজ হলেও ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেছে সাধারণ পথচারীদের পারাপারের জন্য নিরাপদ ফুট ওভারব্রিজ। কারো কোনো নজর নেই সাধারণ মানুষের রাস্তা পারাপারের জন্য। সাধারণ মানুষের শহরের ভায়না মোড়ে নিত্য যানজটের মাঝে জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে রাস্তা। প্রতিনিয়ত কোনো না কোনো স্থানে রাস্তা পারাপারে দুর্ঘটনার স্বীকার হতে হয় সাধারণ মানুষের। এই দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য জরুরী ভিক্তিতে প্রয়োজন ফুটওভার ব্রিজটি।

Leave a Reply

Your email address will not be published.