হলুদ চাষে ঝুঁকছেন মাগুরার চাষীরা

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরা জেলায় মসলা জাতীয় ফসল হলুদ চাষে কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েছে। উৎপাদন খরচ কম এবং বিক্রয় মূল্য ভাল পাওয়ায় ধান ও অন্যান্য কৃষিপণ্যের পাশাপশি স্বল্প পরিশরে হলেও স্থানীয় কৃষকেরা হলুদ চাষ করছেন। ভাল বাজার দর পেলে আগামীতে হলুদ চাষ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও কৃষিবিভাগ।

এখানকার হলুদের আকর্ষণীয় রং, গুনে মাণে ভালো। স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে এখানকার হলুদ চলে যায়।


মৌসুমে প্রতি মণ কাচা হলুদ বিক্রি হয়েছে ৮শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তবে দাম আরও বাড়বে বলে আশা কৃষকদের। হলুদ চাষে জৈব্য সার ব্যবহারে খরচ খুব কম হয়। বিঘা প্রতি সার ও বীজসহ খরচ হয় ৮ থেকে ১০ হাজার টাকা। হলুদ ছায়াযুক্ত জমিতে ভাল চাষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান , হলুদ চাষের পরিমান খুব বেশি না হলেও ধানের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের চাষিরা হলুদ চাষের দিকে আকৃষ্ট হচ্ছে। হলুদ চাষে রোগ প্রতিরোধে কৃষকদের গঠনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। এ ফসল এমনিতেই তেমন রোগ বালাইয়ে আক্রমণ হয়না।

Leave a Reply

Your email address will not be published.