আজ সেই ভয়াল-বিভীষিকাময় ও রক্তাক্ত ২১ আগস্ট:লোমহর্ষক ইতিহাসের সাক্ষী

বাংলাদেশ রাজনীতি

মাগুরা সংবাদঃ

আজ সেই ভয়াল-বিভীষিকাময় ও রক্তাক্ত ২১ আগস্ট। ইতিহাসের সেই মর্মস্পর্শী বারুদ আর রক্তমাখা বীভৎস রাজনৈতিক হত্যাযজ্ঞের এক অতি কলংকময় দিন। হত্যাযজ্ঞ-রক্তস্রোত-ধ্বংস ও নারকীয় গ্রেনেড হামলার ১৫তম বার্ষিকী আজ।

২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। আহত হন দলের শীর্ষ নেতারাসহ শত শত নেতাকর্মী। ফলে এক লোমহর্ষক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে দিনটি।

২০০৪ সালের পর থেকে ২১ আগস্টকে গ্রেনেড হামলা দিবস হিসেবে পালন করা হয়। আওয়ামী লীগও দিনটি যথাযথ মর্যাদায় পালন করে থাকে। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ দিবসটি উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.