শালিখায় এইচএসসির ফলাফল গত বছরের চেয়ে দুই ধাপ এগিয়ে

শালিখা শিক্ষা
 মাগুরা সংবাদঃ
শহিদুজ্জামান চাঁদ,শালিখা,মাগুরাঃ
উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। বুধবার সকালে গণভবনে ফলের সারসংক্ষেপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। উচ্চ মাধ্যমিকে এবার পাসের হার ৭৩.৯৩% বলে জানা যায়,দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল গণমাধ্যমের কাছে তুলে ধরবেন মাননীয় শিক্ষা মন্রী । দুপুর ১টায় এই ফল প্রকাশ করা হয় ৷ সারাদের ন্যায় এইচ এসসি পরীক্ষায় মাগুরার শালিখায় মোট ১৬৩১জন পরিক্ষার্থী অংশ নেয়৷ এর মধো জেনারেলে ১৪০৭,কারিগরী ভোকেশনাল ১৬৪, মাদ্রাসা থেকে ৬০ জন পরীক্ষার্থী৷ এর মধ্যে আড়পাড়া ডিগ্রী কলেজ অংশ নেয় ৩৬৬ জন পরীক্ষার্থী,উত্তীর্ণ হয়েছে ২৬৬জন,বুনাগাতী ডিগ্রী কলেজ থেকে অংশ নেয় ২৬৭ জন, উত্তীর্ণ হয়েছে ২৩৫জন,সরকারি বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ থেকে অংশ নেয় ৪৪৯ জন,উত্তীর্ণ হয়েছে ৪৩৬জন,আড়পাড়া মহিলা কলেজ থেকে অংশ নেয় ১৪০ জন, উত্তীর্ণ হয়েছে ১২১জন, স্বরসতী শিকদার গালর্স স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ১৯জন, উত্তীর্ণ হয়েছে ১৬জন ৷ এছাড়াও বিহারী লাল শিকদার কারিগরী ভোকেশনাল থেকে অংশ নেয় ৮৩জন, উত্তীর্ণ হয়েছে ৮০জন,শালিখা বিএম কলেজ থেকে অংশ নেয় ৫৮জন,উত্তীর্ণ হয়েছে ৫১জন,মুন্সী শহিদুর রহমান বিএম স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেয় ২৩জন,উত্তীর্ণ হয়েছে ২৩ জন শিক্ষার্থী৷ ছয়ঘরিয়া এবিএস ফাজিল মাদ্রাসা থেকে অংশ নেয় ৩২জন শিক্ষার্থী এর মধ্যে ৩১জন উত্তীর্ণ ,আড়পাড়া সদর আলিম মাদ্রাসা থেকে অংশ নেয় ৬০জন, উত্তীর্ণ হয়েছে ৫৭জন ৷এদিকে শালিখা উপজেলার সরকারি বিহারী লাল শিকদার ডিগ্রী কলেজ থেকে ১২ জন, আড়পাড়া মহিলা কলেজ থেকে ৪ জন, বুনাগাতী ডিগ্রী কলেজ থেকে ১ জন, আড়পাড়া ডিগ্রী কলেজ থেকে ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে জানাগেছে। যেখানে এইচএসসিতে গত বছর পাশের হার ছিল উপজেলা পর্যায়ে ৩৯.৫৪%৷ সেখানে এবছর উপজেলা পর্যায়ে পাসের হার ৮৬% ৷ সেদিক থেকে এইচএসসি পরীক্ষার ফলাফলে শালিখা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত বছরের তুলনায় এবছর দুই ধাপ বেশি এগিয়ে রয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.