এ কি হলো মাগুরায়?আইন-শৃংখলার চরম অবনতি\উৎকণ্ঠায় মাগুরাবাসী

মাগুরা সদর

মাগুরা সংবাদ :

মোঃ আশরাফুল আলম সাগর; মাগুরায় সদর উপজেলার কুকিলা গ্রামে কিশোর আল আমিনকে গলাকেটে খুন। মহম্মদপুরে কলেজের ছাত্র ইমন মোল্যার মস্তকবিহীন মরদেহ উদ্ধার। মাগুরায় বাগবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসার এক ছাত্রকে গলাকেটে হত্যার চেষ্টা । মাগুরার শ্রীপুরে ধারালো অস্ত্র দিয়ে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর জখম। এসব ঘটনা মাগুরা বাসীকে হতবাগ করেছে। সবার একই প্রশ্ন মাগুরায় এসব হচ্ছেটা কি? হঠাৎ করে মাগুরায় আইন শৃংখলার কেন এই চরম অবনতি। এসব প্রশ্নের উত্তর খুজতে মাগুরা সংবাদের প্রতিনিধিরা মাগুরায় সামাজিক উন্নয়নের নেতাসহ মাগুরার সুধিসমাজ ও শিক্ষক সমাজের কাছে জানতে চেয়ে অনেক প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছে সকল প্রশ্নের সমাধান নিয়ে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করবে মাগুরা সংবাদ। এক সময়ের অতিথি পরায়ন ও শান্তশীল এ জেলার কেন এতো অবক্ষয়? এদিকে পর পর ২দিন দুইটি তাজা প্রান ঝড়ে গেছে কেউ কেউ মাগুরার আইন শৃংখলাকেও দুষছেন। গত কয়েক দিনে মাগুরার আইন শৃংখলার চরম অবনতিতে চরম হতাশার কথা ব্যাক্ত করেছেন মাগুরার সামাজিক ও রাজনৈতিক অনেক নেতা কর্মীরা। মাগুরায় একের পর এক অঘটন হতেই চলছে বিশেষ করে মাগুরা জেলায় খুন-খারাপি,একাধিক জায়গায় কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। সব মিলিয়ে আমাদের শান্তি পূর্ন মাগুরা আজ অশান্ত জেলা। যখন সারাদেশ রাজনৈতিক হানা হানিতে ও জঙ্গিবাদে চরম অস্থিরতার মধ্যে ছিলো তখনো আমাদের এ শান্ত জেলার আইন শৃংখলা নিয়ে সবাই সন্তোষ প্রকাশ করেছেন। তাহলে আজ কেন এ অবস্থা? কেন এই অবনতি তারিই উত্তর খুজবে মাগুরা সংবাদের বিশেষ প্রতিবেদক দল উত্তর মেলাতে সাথে থাকুন।

 সম্পাদক

মোঃ আশরাফুল আলম সাগর 

মাগুরা সংবাদ

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published.