বিড়ির উপর কর প্রত্যাহারের দাবিতে মাগুরায় মানববন্ধন

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

চলতি অর্থ বছরের (২০১৯-২০২০) বাজেটে বিড়ির উপর সম্পুর্ণরুপে কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিড়ি ভোক্তা পক্ষ।

সোমবার (১৩ই মে) মাগুরা শহরের জামরুল তলার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বিড়ি ভোক্তা পক্ষ কমিটির সভাপতি
মনোজিত কুমার।

আয়োজকরা কর প্রত্যাহার ছাড়াও ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ষড়যন্ত্র বন্ধ, সিগারেটের দাম বৃদ্ধি এবং কোন সরকারী আমলা বিদেশী বহুজাতিক কোম্পানীর ডাইরেক্টর পদে না রাখার দাবি উল্লেখ করেন।

তারা অভিযোগ করেন, বিদেশী বহুজাতিক কোম্পানী ষড়যন্ত্র করে বিড়ির দাম বৃদ্ধি করে আমাদের জোড়পুর্বক সিগারেট ধুমপান করাতে চাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.