মাগুরায় কিশোর “গ্যাং গ্রুপের” বিরুদ্ধে সাড়াশী অভিযান :আটক ৮৪

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

মাগুরায় কিশোর গ্যাং গ্রুপের বিরুদ্ধে সাড়াশী অভিযান শুরু করেছে মাগুরা পুলিশ ও প্রশাসন। মাগুরায় ভয়ঙ্কর হয়ে উঠা ‘গ্যাং গ্রুপ’ গুলোর বিরুদ্ধে গত মঙ্গল ও বুধবার পুলিশ অভিযান চালিয়ে অনন্ত ৮৪ জনকে গ্রেপ্তার করে । এই গ্রুপ গুলোর কাজ মূলত বখাটেপনা, হর্ণ বাজিয়ে মোটর সাইকেল চালানো, মেয়েদের উত্যক্ত করা এবং নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পরা। যার সর্বশেষ শিকার হয়েছে কলেজ ছাত্র লিসান হত্যা।অকারণে সন্ধ্যার কেউ আড্ডা দিলে তাকে আটক করা হচ্ছে। 

স্থানীয় লোকজন জানান, এ সব কিশোররা  প্রায়ই হর্ণ বাজিয়ে মোটর সাইকেল চালায়। নানা অজুহাতে এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বিবাদে জড়িয়ে পড়ে, মেয়েদের ইভটিজিং করে। সম্প্রতি ছুরিকাঘাতে লিসান নামে এক  কলেজ ছাত্র নিহত হয়।
এ বিষয়ে মাগুরার সুধী সমাজ বলেছেন, আমাদের সন্তানদের রক্ষা করতে হলে এখনই বখাটেপনা রুখতে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে, শিক্ষক-অভিভাবক এক হয়ে অবুঝ শিক্ষার্থীদের পড়াশুনা ও স্কুল মংুখী করে তুলতে হবে।

Leave a Reply

Your email address will not be published.