মাগুরায় বৈরী আবহাওয়া , বাড়ছে অসুখ-বিসুখ

মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

 

মাগুরায় হঠাৎ করে অসুখ বিসুখের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ সদর হাসপাতালে অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

চিকিৎসকদের মতে, হঠাৎ করে বৃষ্টি হওয়ায় ঠান্ডা বেড়ে গিয়ে  এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।‘ঋতু পরিবর্তন, বৈরী আবহাওয়া এবং অনেকটা হঠাৎ করে শীত পড়ার ফলে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন অনেকে। অনেক বৃদ্ধ ও শিশুরা এ ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’ এ সময় শিশুদের শরীরে যাতে ঠান্ডা না লাগে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা দরকার বলে জানান চিকিৎসকরা। শিশুরা যাতে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সে বিষয়টিও লক্ষ্য রাখতে বলেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published.