মাগুরা আমার অহংকারঃ মাগুরা জেলাকে লেবুর রাজধানী…

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরার লেবুর সুখ্যাতি সর্বত্র।দেশে-বিদেশে লেবুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় লেবু চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। দিন দিন প্রতিযোগিতামূলক লেবুর আবাদ শুরু হয়েছে মাগুরা অঞ্চলে। এতে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে অনেক মানুষের। সুস্বাদু হওয়ায় এ অঞ্চলের লেবুর চাহিদা অনেক বেশি। ফাল্গুন-চৈত্র মাসে লেবুর ফুল আসে এবং জৈষ্ঠ থেকে কাত্তিক মাসজুড়ে ফলন পাওয়া যায়।

এক কথায় লেবুর রাজধানী মাগুরাকে বলা জায়।

Leave a Reply

Your email address will not be published.