মাগুরা শ্রীপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শ্রীপুর সরকারি কলেজ মুক্ত মঞ্চে শোভাযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে দুপুরে শ্রীপুর সরকারি কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির শিকদারের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল।

শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু, থানা ওসি তদন্ত পিয়ার আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অপূর্ব মিত্র প্রমুুুখ।

শোভাযাত্রা উপলক্ষে মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর ৫’শ গেঞ্জি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন ১০ হাজার টাকা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.