মাগুরা শ্রীপুরে আমন ধান সংগ্রহে লটারি

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে চলতি মৌসুমে আমন ধান সংগ্রহের জন্য কৃষি অ্যাপের মাধ্যমে আবেদনকারী কৃষকদের কাছ থেকে সরাসরি লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি সম্পন করেন উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ইসরাত জাহান, কমিটির সদস্য ও কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, কমিটির সদস্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, কমিটির সদস্য ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, কমিটির সদস্য ও উপজেল সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম প্রমুখ।

উপজেলা খাদ্য কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব ইসরাত জাহান জানান, প্রথম লটারিতে ১৪৫ জনের নাম আসে। চলতি মৌসুমে উপজেলায় লটারি বিজয়ী কৃষকদের কাছ থেকে ৬ শ’ ৯৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published.