মহম্মদপুর উপজেলায় নবাগত ইউএনও আসিফুর রহমানের যোগদান মহম্মদপুর মাগুরা সংবাদঃ আজ (২৩ অক্টোবর ) দুপুরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় নবাগত ইউএনও হিসেবে যোগদান করেন মো.আসিফুর রহমান।নবাগত ইউএনও মো.আসিফুর রহমান ২৮তম বিসিএসের কর্মকর্তা। তার বাড়ি বাগেরহাটে জেলার মোল্যার হাটে বলে জানা যায় । Post Views: 1,558