বাবর-পিন্টুসহ ২০ জনের মৃত্যুদণ্ড,তারেক জিয়ার যাবজ্জীবন

বাংলাদেশ

মাগুরা সংবাদ;

 

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু করেছেন আদালত। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় মোট ৩৭ জনের সাজা হলো।

পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের বকশীবাজার আলিয়া মাদরাসা রোডের বিশেষ আদালত আজ বুধবার এ রায় দেন। মামলার বিচারক শাহেদ নূর উদ্দিন বেলা ১২ টার দিকে এ রায় দেন।

রায়ের সময় লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ৩১ আসামি আদালতে হাজির ছিলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ এ মামলার ১৮ আসামি পলাতক।

 

Leave a Reply

Your email address will not be published.