মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মাগুরা সদর

 মাগুরা সংবাদঃ

 

আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে মাগুরা জেলায় সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং তাদের জীবনমান উন্নয়নে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ অক্টোবরকে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাদাছড়ি বহনকারী দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য।সমাজসেবা অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে প্রায় ৪০ লাখ দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। অপুষ্টি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, পোলিও, এসিড নিক্ষেপসহ বিভিন্ন দুর্ঘটনায়আক্রান্ত হয়ে এ সংখ্যা দিন দিন বাড়ছে।দিবসটি উপলক্ষে মাগুরা জেলার সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তর, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, জাতীয় সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোভাযাত্রা, আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published.