মাগুরা শ্রীপুরে দু’দিন ব্যাপী রটন্তী কালী পূজা অনুষ্ঠিত

শ্রীপুর

মাগুরা সংবাদ:

শ্রীপুর (মাগুর) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুরে দু’দিন ব্যাপী রটন্তী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়ে শুক্রবার রাতে শেষ হয় পূজার সকল আনুষ্ঠানিকতা। উপজেলার দারিয়াপুরে দেড়শ বছরের পুরনো ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রতিবছরের ন্যায় এ বছরও পূজা অনুষ্ঠিত হয়।

রটন্তী কালী পূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কোন কমতি ছিল না৷ প্রতিদিন হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দেশ- বিদেশের সনামধন্য শিল্পীরা কীর্তন পরিবেশন করেন৷ সমাপনী দিনে লীলা কীর্তন পরিবেশন করেন ভারতের উত্তর চব্বিশ পরগোনার শ্রীমতি মিতালী রানী কর।

দারিয়াপুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সাধারণ সম্পাদক রতন কুমার সাহা জানান, প্রতিদিন মায়ের হাজারো ভক্তবৃন্দ অনুষ্ঠানে হাজির হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছর ও সুন্দরভাবে পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.