মাগুরায় নির্বাচনী প্রচারণায় “নৌকা নুরু” মাগুরা সদর রাজনীতি মাগুরা সংবাদঃ আগামী জাতীয় নির্বাচনী প্রচারণার জন্য মাগুরায় ‘নৌকা নুরু’ নামে এক রিকশাওয়ালার রিকশায় নতুন ব্যাটারি ও মটর লাগিয়ে দেওয়া হয়েছে ।এসময় অসংখ্য মানুষ ও রাজনিতীবিদরা উপস্থিত ছিলেন । Post Views: 1,557