মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

 

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস।

আজ বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৩৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে মাগুরা জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড.আশরাফুল আলম  ও জেলা পুলিশ সুপার খান মুহম্মদ রেজোয়ান মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাথে ফুল দেওয়ার মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের পালা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে  জাতীয় সংগীতের সঙ্গে বাংলাদেশের সাড়ে ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ও বাঙালির বিজয়ের নিদর্শন জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপস্থিত সশস্ত্র বাহিনী গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে সালাম প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.