ভিডিও কনফারেন্সে মহম্মদপুরে ‘শেখ হাসিনা সেতু’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহম্মদপুর

মাগুরা সংবাদ:

 

মাগুরায় মহম্মদপুর উপজেলায় মধুমতি নদের ওপর নির্মীত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমের এই সেতুর উদ্বোধন করেন তিনি।৬শ ৭০ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮০ মিটার প্রস্থ এর এই  সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫৯ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা প্রায়।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে রবিবার  প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর শুভ উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় করেন।  উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সাংসদ ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসক ড. আশাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী, জেলা প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন ও উপজেলার সকল ইউপি’র চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published.