মহম্মদপুরে খাদ্যের সন্ধানে এসে ধরা পড়লো মেছো বাঘ

মহম্মদপুর

মাগুরা সংবাদঃ

মেছো বাঘ। ইংরেজি নাম ফিশিং কেট (fissing cat)। নামের সঙ্গে বাঘ কথাটি থাকলেও, নাম শুনে মাছ তাদের জীবনধারণের প্রধান খাদ্য উপাদান মনে হতে পারে।

তবে মাছ এদের মূল খাদ্য নয়। তাছাড়া মাছ শিকারি হিসেবে দক্ষও নয় তেমন।

এরা রাতে জলে লেজ ফেলে শব্দ করে এবং জলে প্রস্রাব করে। শব্দে ও প্রস্রাবের গন্ধে নাকি বড় মাছেরা খাবার ভেবে ছুটে আসে। তখন এরা মাছ ধরে ফেলে।

এদের খাদ্যতালিকায় আছে ধেনো ইঁদুর, নির্বিষ সাপ, বুনো খরগোশ, পাখি, কাঁকড়া, কচ্ছপ, শিয়াল, কুকুর, বাছুর, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি।

আজ শনিবার এমনি একটি মেছো বাঘের সন্ধান মেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শড়াবাড়ীয়া গ্রামে ।ওই গ্রামের সিরাজুল ইসলাম (ছিরুর) হাতে ধরা পড়ে এই মেছো বাঘটি।

জানা যায়, এ মেছো বাঘটি কয়েকটি কারণে লোকালয়ে আসেত পারে। প্রথমত এই প্রাণীর খাদ্য সংকট দিন দিন বড় আকার ধারণ করছে। দ্বিতীয়ত প্রাকৃতিক জলাভূমি যখন ছিল তখন এর আশপাশে প্রচুর ঝোপঝাড় থাকত। দিনের বেলা মেছো বাঘগুলো এসব ঝোপঝাড়ে লুকিয়ে থাকত।

Leave a Reply

Your email address will not be published.