মাগুরায় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে ৯২ লাখ টাকা আত্মসাৎ

মাগুরা সদর

 

মাগুরা সংবাদ:

 

বুধবার (০৭ অক্টোবর) দুদকের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাতের নেতৃত্বে মাগুরা সমাজসেবা অধিদপ্তরের সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম।

মাগুরা পরিবার পরিকল্পনা ও সিভিল সার্জনের কার্যালয়ে অনুদানের আবেদন করে প্রাপ্ত অনুদানের ওই টাকা ঝিনাইদহ সোনালী ব্যাংকের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করে বলে প্রমাণ পায় দুদক।

দুদকের জনসংযোগ (পরিচালক) কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য  বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক জানায়, মাগুরায় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। জালিয়াত চক্র মাগুরা পরিবার পরিকল্পনা ও সিভিল সার্জনের কার্যালয়ে অনুদানের আবেদন করে প্রাপ্ত অনুদান ঝিনাইদহ সোনালী ব্যাংকের ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করে বলে অভিযানে এনফোর্সমেন্ট টিম তথ্য পায়। এভাবে ৯২ লাখ টাকার বেশি উত্তোলন করা হয়েছে, যার প্রমাণও পায় দুদক টিম। অধিকতর যাচাইয়ের জন্য টিম অভিযোগ সংক্রান্ত সব নথিপত্র সংগ্রহ করছে। পরবর্তী পদক্ষেপের অনুমোদন চেয়ে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.