আগামী শনিবার মাগুরায় আসছেন বাংলার দুই কিংবদন্তি ফুটবল খেলোয়াড়

খেলাধুলা মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

আগামী আট তারিখ শনিবার মাগুরায় আসছেন বাংলার দুই কিংবদন্তি ফুটবল খেলোয়াড় । একজন কায়সার হামিদ অন্য জন রুম্মন বিন ওয়ালী সাব্বির।দেখা হবে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে উপজেলা গোল্ডকাপ আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনালে। দুজনই স্বমহিমায় আলোকিত এবং দুজনই আবেগের এক বিশাল জায়গা দখল করে আছে বাংলার ফুটবল প্রেমীদের কাছে।
এক নজরে কায়সার হামিদ:
কায়সার হামিদ বাংলাদেশের একজন কৃতি ফুটবলার। তিনি মোহামেডান স্পোর্টিং-এর হয়ে আশির দশক ও নব্বইয়ের দশকে খেলতেন। সে আমলের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার-দের অন্যতম। দীর্ঘদিন মোহামেডান দলের দলনেতা ছিলেন। বাংলাদেশের জাতীয় দলেও অনেকদিন খেলেছেন।
এক নজরে ওয়ালী সাব্বির:
ফুটবলার
সৈয়দ রুম্মন বিন ওয়ালী ফয়সাল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমন ভাগের সাবেক খেলোয়াড়।তাকে বাংলার ম্যারাডোনা বলেও ডাকা হয়।

ওয়ালী সাব্বির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির
উচ্চতা
৫ ফুট ৫ ইঞ্চি
মাঠে অবস্থান
ফরোয়ার্ড
জার্সি নম্বর
১০

Leave a Reply

Your email address will not be published.