মাগুরায় ০১ দিন বয়সের জীবিত ফুটফুটে ছেলে শিশু উদ্ধার মাগুরা সদর মাগুরা সংবাদঃ মাগুরা শহরের খান পাড়া এলাকা থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার সকালে ১ দিন বয়সের এ ছেলে শিশুটিকে উদ্ধার করা হয়।শহরের খান পাড়ার রাস্তার পাশে ফেলে রাখা এই শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। Post Views: 2,741