মাগুরায় জলবায়ু পরিবর্তনের হাওয়া:শীতের আগাম সবজি চাষে কৃষকের হাসি

কৃষি মাগুরা সদর

মাগুরা সংবাদঃ

মাগুরায় জলবায়ু পরিবর্তনের হাওয়ায় শীত না আসলেও বাজারে শীতের আগাম সবজি উঠছে ঠিকই। বাড়তি লাভের আশায় চাষিরা শীতের সবজি চাষে ব্যস্ত সময় পার করেছন। কোন ফসলে লাভের মুখ দেখছেন। আবার কোনটিতে লোকসানও গুণতে হচ্ছে। তবে এবারে আগাম মূলা চাষ করে লাভ পাচ্ছেন চাষিরা। পাইকারি বাজারে প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। মাগুরার চাষিরা এরই মধ্যে বাজারে তুলতে শুরু করেছে শীতকালীন সবজি। কৃষকের ক্ষেতে উৎপাদিত এসব সবজির দামও অত্যধিক। তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় এবারও মাগুরায় কৃষকরা শীতের আগাম সবজি চাষে ঝুঁকে পড়েছেন। ফুলকপি, বাধাকপি, লাউ, লালশাক ও পুঁইশাক চাষের আওতা বাড়ছে এ জেলায়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর জেলায় ৩শ’ হেক্টর জমিতে আগাম মুলার আবাদ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.